মালদা

রক্ত সংকট দুর করতে চাঁচলে রক্তদান শিবির

তীব্র গরমে চাঁচল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত সংকট দূর করতে এদিয়ে এলো একটি ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

    এদিন চাঁচল সদর মহকুমার চাঁচল টেন জুয়েলস ক্লাবের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে ৫০ জনেরও বেশি পুরুষ ও মহিলারা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। টেন জুয়েলস ক্লাবের পার্শ্ববর্তী নির্ণয় ডায়গনিক সেন্টারে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন চাঁচল মহকুমা শাসক দেবাশীষ চ্যাটার্জী, এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা। ক্লাব সভাপতি মনোজ আগারওয়াল জানান যে যবে থেকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা হয়েছে তবে থেকেই বিভিন্ন রক্তের গ্রুপের সংকট দেখা দিয়েছে। ওই হাসপাতালে মহাকুমার বিভিন্ন রোগী ও রোগীর আত্মীয়রা রক্তের জন্য হয়রানির শিকার হতে হচ্ছে অনেকে বাধ্য হয়ে মালদা অথবা কলকাতায় চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন। আর সেই কথা ভেবেই আমরা এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করি। এ রক্তদান শিবির থেকে জমা করা রক্ত চাঁচল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করা হবে, যাতে করে ওই হাসপাতালে আসা মুহূর্ত রোগীরা রক্তের অভাবে বিনা চিকিৎসায় প্রাণ না হারায় তারই একটি ক্ষুদ্র প্রয়াস।